ভাষা সংগ্রামী আহমদ রফিক হাসপাতালে

0
ভাষা সংগ্রামী আহমদ রফিক হাসপাতালে

ভাষা সংগ্রামী আহমদ রফিকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা ৯৬ বছর বয়সী এই ভাষা সংগ্রামী বেশ কিছুদিন থেকে অসুস্থ।

রবিবার রাত পৌনে ১২টার কিছু আগে তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের পরিচালক (হাসপাতাল) ডা. ফারুক আহমেদ বলেন, আহমেদ রফিককে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

আহমদ রফিক বেশ কিছুদিন থেকে অসুস্থ। নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। মেরুদণ্ডে চিড় নিয়ে অনেকটাই অচল, ঘরের বাইরে কোথাও তেমন যান না।

বাঙালির বড় অর্জন ভাষা আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে ওই সময় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আহমদ রফিকের নাম।

ভাষা আন্দোলনের উত্তাল সেই দিনগুলোতে ঢাকা মেডিকেলের তৃতীয়বর্ষের ছাত্র ছিলেন আহমদ রফিক। ফজলুল হক হল, ঢাকা হল ও মিটফোর্ডের ছাত্রদের সঙ্গে সংযোগ রক্ষা করে চলার কাজ করেছেন তিনি। পাশাপাশি সভা-সমাবেশ মিছিলে ছিলেন নিয়মিত। ১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনকারী ছাত্রদের মাঝে একমাত্র তার নামে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here