নাইজেরিয়ায় নৌকা ডুবে নিখোঁজ ৪০

0
নাইজেরিয়ায় নৌকা ডুবে নিখোঁজ ৪০

নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য সোকোতে নৌকা ডুবির ঘটনায় প্রায় ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারীরা। দেশটির জরুরি সংস্থা রবিবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

এক বিবৃতিতে ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) জানিয়েছে, ওই নৌকাটিতে প্রায় ৫০ জনের বেশি যাত্রী বোঝাই ছিল। তাদেরকে নিয়ে রবিবার সকালে এটি ডুবে যায়। এদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকী ৪০ জনই নিখোঁজ রয়েছে। 

নাইজেরিয়ায় নৌকা ডুবি একটি সাধারণ ঘটনা। বিশেষ করে দুর্বল ব্যবস্থাপনার কারণে প্রায়ই এমন ঘটনা ঘটে। তবে বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি নৌকা ডুবি হয়। এর আগে, ২০২৪ সালের আগস্টে নৌকা ডুবির ঘটনায় সোকোতো রাজ্যে অন্তত ১৬ জন কৃষক নিহত হয়। এছাড়া গত দুই দিন আগে মধ্য নাইজেরিয়াতে পৃথক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here