১৫ রাউন্ড তাজা গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার

0
১৫ রাউন্ড তাজা গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে পূর্ব থানা পুলিশ। রবিবার সন্ধ্যা সাতটায় স্থানীয় শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সন্ধ্যায় স্কুলের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পূর্ব থানা পুলিশের এসআই এসএম মেহেদি হাসানসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে রিভলবার ও গুলি উদ্ধার করেন।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবারসহ গুলি উদ্ধার করা হয়েছে। কে বা কারা ফেলে গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here