বাগেরহাটে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার চুলকাটি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আতঙ্কে অন্তত ১০টি দোকানের মালামাল রাস্তায় বের করে আনা হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে চুলকাটি বাজারের জনতা ডোর অ্যান্ড ফার্নিচারের গুদাম ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুত আগুন পাশের দোকান আল-বারাকাহ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিসমিল্লাহ হার্ডওয়্যার অ্যান্ড ইলেকটনিক্স, সাইদ টি স্টল ও একটি মুদি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে এই পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের ফকিরহাট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামছুর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাজারের যে পাশে আগুন লেগেছে সেখানে শতাধিক দোকান এবং একটি একটি ব্যাংক ভবন, কয়েকটি আবাসিক ভবন ছিল। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুনের হাত থেকে এসব ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।