রাজবাড়ীতে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

0
রাজবাড়ীতে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

রাজবাড়ীতে খালের পানিপ্রবাহ স্বাভাবিক করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি। রবিবার দুপুরে বাংলাদেশ কৃষক সমিতির সুলতানপুর ইউনিয়ন শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
সুলতানপুর ইউনিয়ক কৃষক সমিতির সভাপতি আলাউদ্দীন তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাড. মানিক মজুমদার, কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিঞা, কৃষক সমিতির ফরিদপুর সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক নূর আব্দুল্লাহ সাঈদ, কৃষক সমিতির নেত্রী জাহানার বেগম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইনিয়নের খালিশা রামকান্তপুর এলাকায় প্রায় ১০০ একর কৃষি জমিতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। খলিলপুর কুমার নদী থেকে খালিশা রামকান্তপুর সংযোগ খালের পশ্চিম মুখ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বন্ধ করে দিয়েছে। এতে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। কৃষি জমিতে ধান রোপণ করতে পারছে না কৃষকেরা। দ্রুত অচল খাল সচল করে পানি নিস্কাশনের দাবি বক্তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here