বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

0
বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে আবু তালেব (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত আবু তালেব বাহিমালী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে কর্মরত থেকে কিছুদিন আগে বাড়ি ফিরেছিলেন বলে জানা গেছে। 

জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, সকাল থেকেই মাঝে মাঝে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাত শুরু হয়। আবু তালেব বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে নিজের ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here