ভারত থেকে ১৫০ টন পিঁয়াজ আমদানির অনুমতি

0
ভারত থেকে ১৫০ টন পিঁয়াজ আমদানির অনুমতি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৫০ মেট্রিক টন পিঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। বন্দরের পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান এ অনুমতি পেয়েছে।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী।

তিনি বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পিঁয়াজ আমদানির জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ১৫০ টনের অনুমতি দিয়েছে সরকার। তারা পিঁয়াজ আমদানি করতে পারবেন যেকোনো সময় এবং তাদের সবধরনের সহযোগিতা দেওয়া হবে।

অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো হিলি সততা বাণিজ্যালায়, নাশাত ট্রের্ডাস, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রের্ডাস ও জগদীশ চন্দ্র রায়। প্রত্যক আমদানিকারক ৩০ টন করে পিঁয়াজ আমদানি করতে পারবেন।

হিলি স্থলবন্দরের পিঁয়াজ আমদানিকারক নূর ইসলাম বলেন, সরকার পিঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, তবে সেটা খুবই কম। এভাবে আইপি দিলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। মাত্র ৩০ টন পিঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে, যা একটি ভারতীয় ট্রাকে আসবে। আগে দুই হাজার থেকে পাঁচ হাজার টন পর্যন্ত আইপি দেওয়া হতো। কিন্ত সেটা এবার সরকার করছে না। এতে আমরা বিপাকে পড়েছি

তিনি বলেন, এলসি করছি, সব কিছু ঠিকঠাক থাকলে আজ (রবিবার) বিকেলে পিঁয়াজ আমদানি শুরু হতে পারে।’

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, ভারত থেকে সবশেষ চলতি বছরের ৩ মার্চ এই বন্দর দিয়ে পিঁয়াজ আমদানি হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here