গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ড্রেজিং ও তীর রক্ষা বাঁধ নির্মাণ উদ্বোধন

0

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খনন ও তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের তারাগঞ্জ ও রানীগঞ্জ এলাকায় এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, তাদের অধীনে উপজেলার ‘দুর্গাপুর ইউনিয়নের তারাগঞ্জ বাজার এবং সংলগ্ন এলাকা শীতলক্ষ্যা নদীর ভাঙন হতে রক্ষা প্রকল্পের’ আওতায় কালীগঞ্জের মোক্তারপুর থেকে কাপাসিয়ার ইকুরিয়া পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার নদী খনন, ১ হাজার ৭০০ মিটার তীর রক্ষা বাঁধ ও ৭টি ঘাট নির্মাণ করা হবে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা এবং ২০২৪ সালের জুন মাসের মাঝে এ প্রকল্পের কাজ শেষ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here