সৌদির সুপার কাপের পর কিংস কাপ থেকেও বিদায় নিয়েছে আল-নাসের। ফলে শিরোপাহীন মৌসুম কাটানো থেকে বাঁচতে রোনালদোদের একমাত্র ভরসা এখন প্রো লিগ। কিন্তু লিগের শীর্ষস্থান হারিয়ে সেটিও হাতছাড়া হওয়ার পথে। সেই পরিস্থিতিতেও আরেকটি জয়হীন রাত কাটিয়েছে নাসের। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এদিনও মেজাজ হারিয়েছেন।
সোমবার (৮ মে) রাতে আল-খালিজের বিপক্ষে প্রো লিগের ম্যাচে নেমেছিল আল-নাসের। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় লিগ শিরোপা জেতার আশায় বড় ধাক্কা খেলো তারা। শীর্ষে থাকা আল-ইত্তিহাদ পরের ম্যাচটি জিতে পয়েন্ট ব্যবধান পাঁচে বাড়িয়ে নিয়েছে।
প্রত্যাশিত ফল না পেয়ে স্বাভাবিকভাবেই মেজাজ হারিয়ে বসেন রোনালদো। ফলে তার হতাশার কোপ পড়লো প্রতিপক্ষ দলের ব্যাকরুম স্টাফের ওপর। ম্যাচ শেষে আল-খালিজ দলের ওই সদস্য ফুটবলের মহাতারকার সঙ্গে একটা সেলফি তুলতে চেয়েছিলেন। তিনি কাছে ঘেষতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।