ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই তরুণ নিখোঁজের পর লাশ উদ্ধার করা হয়েছে। তিারা হচ্ছেন উপজেলার বালুরঘাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে পৃথিবী (১৩) ও উজানচর নওপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে ফয়সাল (১৪)।
জানা যায়, সোমবার বিকালে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই দুই তরুণ। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল বিকাল থেকে চেষ্টা চালিয়ে সন্ধ্যার পর ওই দুইজনের লাশ উদ্ধার করে।