নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তার স্ত্রী আলিয়া সিদ্দিকির দাম্পত্য কলহ নিয়ে চর্চা তুঙ্গে। অভিযোগ, পাল্টা অভিযোগ। একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি চলেছে বিস্তর। আদালতের দ্বারস্থ হয় দু’পক্ষ। অভিনেতা ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন আলিয়া। এই নিয়ে বিস্তর জলঘোলা হয় মায়ানগরীতে। যদিও সব ভুলে এখন কাজে মন দিতে চাইছেন অভিনেতা। সামনেই মু্ক্তি পেতে চলেছে তার অভিনীত ছবি ‘জাগিরা সারা রা রা’। এর মাঝেই একেবারে উল্টো সুর আলিয়ার কণ্ঠে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নওয়াজ ও তার পরিবারের কাছে খোলা চিঠি লিখে ক্ষমা চাইলেন তিনি।
আলিয়া নওয়াজের বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছিলেন এখন তার একেবারে উল্টো সুর। নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে সব মামলা তুলে নিতে চান। সব ভুলে শুরু করতে চান স্বাভাবিক জীবন। আলিয়ার খোলা চিঠিতে লেখেন, “হ্যালো নওয়াজ, এই চিঠি তোমার জন্য। আমি অনেক জায়গায় শুনেছি আর পড়েছি যে জীবন মানে এগিয়ে যাওয়া। কয়েক মাস ধরে আমাদের মধ্যে যা কিছু ঘটেছে, আমি সে সব কিছু ভুলে যেতে চাই। আর ঈশ্বরের প্রতি আস্থা রেখে আমি নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে আর তোমার সব অন্যায়কে ক্ষমা করে জীবনের দিকে এগিয়ে যেতে চাই। আর আমি জীবনকে সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করব। অতীতের জালে ফেঁসে থাকা, কোনও চক্রব্যূহে থাকার চেয়ে কম কিছু নয়। আর তাই অতীতকে পেছনে ফেলে, এই ভুল দ্বিতীয়বার না করার অঙ্গীকার করছি। আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার শপথ নিচ্ছি আমি।”
অভিনেতার স্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় এমন পোস্ট দেখে খটকা লেগেছে অনেকের। এমনকি অভিনেতার ভাই শামাশ সিদ্দিকি তো লিখেই বসেন, “তোমার প্রোফাইল কি হ্যাক হয়েছে।”
অন্যদিকে এই পোস্টটি করার পর থেকে আলিয়া সিদ্দিকি অ্যাকাউন্টের হদিসি মিলছে না ইনস্টাগ্রামে। আলিয়া নিজে এই খোলা চিঠি লিখেছেন কি না তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।