বাগেরহাটের ফকিরহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেনের হাতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের লাঞ্ছিতের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের এক সদস্যের তদন্ত কমিটি। শুক্রবার সকালে তদন্ত কমিটির প্রধান বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম সরেজমিনে ফকিরহাট গিয়ে তদন্ত কাজ শুরু করেন।
তদন্তের প্রথম দিনে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে বাগেরহাট-মাওয়া মহাসড়কে ফকিরহাটের কাঠালতলা মোড়ে ঘটনাস্থল পরির্দশন করে ইউএনও’র হাতে লাঞ্ছিত আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানসহ ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শী সাক্ষীরা এসময়ে তদন্ত কমিটির কাছে আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের দু’বারের সাবেক ভাইস চেয়ারম্যানকে ইউএনও’র হাতে লাঞ্ছিতের কথা জানান। এরপর ফকিরহাট উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেনের শুনানি গ্রহণ করেন তদন্ত কমিটির প্রধান বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। তবে, তদন্তকালে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি।