ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

0

ময়মনসিংহের ত্রিশালে একটি রেল ব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাতেমা নগর ও আউলিয়ানগর রেল স্টেশনের মাঝামাঝি আহম্মেদ বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহম্মেদ বাড়ি এলাকায় একটি ব্রিজের সংস্কার কাজ চলছিল। এরই মধ্যে সন্ধ্যার পর ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেন দ্রুত গতিতে সংস্কার কাজ করা ব্রিজটি অতিক্রম করে। এতে ব্রিজটির নিচের কিছু অংশের মাটি সরে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here