কুমিল্লার মাঠে ভুট্টার সোনালি হাসি

0

কুমিল্লার বিভিন্ন উপজেলার মাঠে ভুট্টার সোনালি হাসি ছড়িয়ে পড়েছে। জেলার দাউদকান্দি, চান্দিনা, বরুড়া, লালমাইসহ বিভিন্ন উপজেলার মাঠে সোনালি রঙের ভুট্টা আবাদ করতে দেখা গেছে। বরুড়া উপজেলার ভবানীপুর এলাকায় কৃষকরা পাইওনিয়ার -৩৩৫৫ ভুট্টার বীজ লাগিয়ে ভালো ফলন পেয়েছেন। তারা আগামীতে আরো বেশি জমিতে এই জাতের ভুট্টার আবাদ করবেন বলে জানিয়েছেন।

মাঠে গিয়ে দেখা যায়,সোনালি রঙের ভুট্টার মোচায় শেষ বিকালের আলো পড়ে ঝলমল করছে। জমি জুড়ে সেনালি আভা ছড়িয়ে পড়েছে। গ্রীষ্মের গরমের মধ্যে ফসল তুলতে গিয়ে ঘেমে গেছেন কৃষকরা। তবে ভালো ফলন পেয়ে তাদের মুখে খুশির আমেজ দেখা গেছে।
লালমাই উপজেলার রতনপুর এলাকার কৃষক শাহ আলম জামাল ও ছাদেক হোসেন বলেন, কৃষি অফিসের পরামর্শে আমাদের এলাকায় ভুট্টা চাষ করেছি। অন্যজাতের ভুট্টা চাষ করে শতকে ৩০-৩৫কেজি ফলন পেতাম। পাইওনিয়ার -৩৩৫৫ ভুট্টার বীজ লাগিয়ে পেয়েছি ৫০কেজি। আমাদের ভালো ফলন দেখে অন্য কৃষকরাও ভুট্টা চাষে আগ্রহ প্রকাশ করেছেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here