সম্প্রতি মেট গালার রেড কার্পেটে হেঁটে ফের আলোচনায় আলিয়া ভাট। অনেকেই জানার চেষ্টা করছেন এই বলিউড অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত? বিজ্ঞাপন বা সিনেমা প্রতিই বা কেমন পারিশ্রমিক নেন আলিয়া?
ডিজিটাল যুগে তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জিনিসের বিজ্ঞাপন দিয়ে থাকেন। সেখানে তারা ওই পণ্যের ছবি বা ভিডিও পোস্ট করেন। কিন্তু সবটাই হয় পারিশ্রমিকের বিনিময়ে।
মুম্বাইয়ের পাশাপাশি লন্ডনেও আলিয়ার নিজস্ব বাড়ি রয়েছে। এই সম্পত্তির মোট বাজারদর ৮২ কোটি টাকা। মুম্বইয়ে আলিয়ার দুইটি ফ্ল্যাটের দাম যথাক্রমে ১৩ কোটি এবং ৩২ কোটি টাকা। অন্যদিকে, আলিয়ার লন্ডনের বাড়িটির মূল্য ভারতীয় মুদ্রায় ৩৭ কোটি টাকা।
এ ছাড়াও আলিয়ার বিএমডব্লিউ, দুটো অডি এবং রেঞ্জ রোভারসহ মোট ৪টি বিলাসবহুল গাড়ি রয়েছে। এই গাড়িগুলি কিনতে আলিয়া খরচ করেছেন প্রায় ৭ কোটি ৫০ লক্ষ টাকা।