বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কানাডায় আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে বুধবার (১৩ আগস্ট) রাত স্থানীয় সময়ে টরন্টো ফিল্ম ফোরামের অফিসে এই অনুষ্ঠান হয়। শুরুতে মৈত্রেয়ী দেবী অতিথিদের স্বাগত জানান। পরে সাইফুল ওয়াদুদ হেলালের পরিচালনায় মিশুক মুনীরকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র অপরাজেয় বাংলা প্রদর্শিত হয়।

