এবার শিল্পা ও তার স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

0
এবার শিল্পা ও তার স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

চরম বিপাকে শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ কুন্দ্রা। অশ্লীল ভিডিও বানানো এবং তা বিক্রি করার ঘটনায় ইতোমধ্যেই মুখ পুড়েছে তাদের। এবার তাদের বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ। ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে শিল্পা ও তার স্বামীর বিরুদ্ধে। ইতোমধ্যে মামলাও দায়ের করা হয়েছে।

জানা গেছে, দীপক কোঠারি নামক এক ব্যবসায়ী অভিনেত্রী শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা ও আরেক ব্যক্তির বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ এনেছেন। ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এই বিপুল অর্থ হাতিয়ে নেন শিল্পা ও রাজ কুন্দ্রা।

মুম্বাই পুলিশের সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ওই ব্যবসায়ীকে ব্যবসা আরও বৃদ্ধি করার টোপ দেওয়া হয়েছিল। রাজ ও শিল্পার কথাতেই বিশ্বাস করে তিনি কোটি কোটি টাকা বিনিয়োগ করেন। ওই কোটি কোটি টাকা দিয়ে শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ কুন্দ্রা নিজেদের ব্যক্তিগত খরচ করেছেন।

এরপরই ওই ব্যবসায়ী মুম্বাইয়ের জুহু থানায় মামলা দায়ের করেন। এই মামলা এখন মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় স্থানান্তরিত করা হয়েছে। মামলাটি তদন্ত শুরু হলে শিল্পা ও রাজকে শিগগিরই তলব করা হতে পারে।

প্রসঙ্গত, এর আগে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে ২০২১ সালে গ্রেফতার করা হয়েছিল শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে। হটশট নামক একটি বিনোদন অ্যাপে পর্ন ভিডিও তৈরি করে বিক্রি করা হতো দেশ-বিদেশে। ওই সংস্থার মালিক ছিলেন রাজ কুন্দ্রা। দুই মাস জেলে থাকার পর জামিন পান তিনি। তবে ওই অ্যাপ সংক্রান্ত আর্থিক আত্মসাতের মামলা এখনো চলছে। একাধিকবার শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বাড়ি অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। ২০২৪ সালে ইডি ৯৮ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছিল। বিটকয়েন দুর্নীতিতেও নাম রয়েছে রাজ কুন্দ্রার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here