ফেনীতে কৃষক লীগের ধান কাটা উৎসব

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ কৃষক লীগের প্রান্তিক কৃষকদের ধান কাটা উৎসবের অংশ হিসেবে ফেনীতে কৃষক লীগ ধান কাটা উৎসব উদ্বোধন করেছে।

সোমবার ফেনী জেলা কৃষক লীগের উদ্যোগে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পশ্চিম সিলোনিয়া গ্রামে ১৫ জন কৃষকের প্রায় ৪০ একর ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

ধান কাটা উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান নিয়াজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, সদস্য কৃষ্ণ গোপাল পাল, ফেনী জেলা কৃষক লীগের সভাপতি এবিএম সেলিম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম গিটার, কুমিল্লা মহানগর কৃষক লীগের আহ্বায়ক ও জাতীয় কমিটির সদস্য খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষকরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার কৃষক সমাজকে ভালোবাসেন। কৃষক সমাজ আগামী জাতীয় নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে আবার ও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

এদিকে শহরের দাউদপুরস্থ একটি মিলনায়তনে ফেনী জেলা কৃষকলীগের বর্ধিত সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা কৃষক লীগের সভাপতি এবিএম সেলিম ও সভা পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম গিটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here