মেহেদী-নাজিফার ‘আর ভাবতে চাইনা’

0

আবারও নতুন গান নিয়ে আসছেন গীতিকবি মহসীন মেহেদী। গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী ফাইরুজ নাজিফা। ‘আর ভাবতে চাইনা’-শিরোনামের গানটি হবে নাজিফার প্রথম মৌলিক গান। 

এর আগে অন্যের গাওয়া গান গেয়েই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গানটির সুর করেছেন এহসান রাহী এবং শব্দ প্রযোজক হিসেবে আছেন আমজাদ হোসেন। জ্যাজ ব্যালাড ধাঁচের গানটি নিয়ে আশাবাদী মহসীন মেহেদী। 

তিনি জানান, নাজিফা ‘তুমি হিনা’ শিরোনামের একটি কভার গানে ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে কাজ করেছিলেন। গানটি বেশ আলোড়ন সৃষ্টি করে।

‘আর ভাবতে চাইনা’ গানটির মিউজিক ভিডিও চলতি মাসের শেষে প্রকাশ পবে বলে জানান মহসিন মেহেদী।

এর আগে, জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদের সুর ও সংগীতায়োজনে এবং গীতিকবি মহসীন মেহেদীর লেখায় ভালোবাসা দিবসের বিশেষ গান ‘এই পথ চাওয়া’ বেশ প্রশংসিত হয়। এছাড়া তার কথায় ‘হে পাথর’ শিরোনামের গানটি বেশ আলোড়ন সৃষ্টি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here