চোটের কারণে নেই নেইমার। শৃঙ্খলা ভাঙার দায়ে নিষিদ্ধ লিওনেল মেসিও ছিলেন না মাঠে। তবে পথ দেখালেন কিলিয়ান এমবাপ্পে। সহজেই তোয়াকে হারিয়ে শিরোপার আরও কাছে এগিয়ে গেল পিএসজি।
প্রতিপক্ষের মাঠে এমবাপ্পের দল জিতেছে ৩-১ গোলে।
৩৪ ম্যাচে ২৫ জয় ও তিন ড্রয়ে পিএসজির পয়েন্ট ৭৮। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লঁস।