প্রবাসকাতারে বাংলা নববর্ষ উদযাপনে প্রবাসী বাংলাদেশিরাBy AmarNews.com.bd - May 8, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL কাতারে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও গৌরবের পহেলা বৈশাখ বাংলা নববর্ষকে বরণ করে নিলেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। তাছাড়া কমিউনিটিতে বড় কোনো আয়োজন না থাকলেও ঘরোয়া পরিবেশে বাংলার নতুন বছরকে বরণ করে নিয়েছেন তারা।