২১৫ রানের টার্গেট। শেষ বলে সানরাইজার্স হায়দরাবাদেরও জয়ের জন্য দরকার ছিল ৫ রান। ঠিক সেই সময় রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মার বল তুলে মারতে গিয়ে জস বাটলাররের হাতে ক্যাচ দেন আবদুল সামাদ। ভাবছেন খেলা শেষ, হার মেনে নিয়ে মাঠ ছেড়েছে হায়দরাবাদ? না।
এলো নো বলের সংকেত। পপিং ক্রিজ পেরিয়ে গিয়েছিলেন সন্দীপ। আউট থেকে রক্ষা পেলেন সামাদ। সাথে পেলেন আরও একটা বল এবং ফ্রি হিট এবং একটা রানও যোগ হয়েছিল স্কোরে।
এ জয়ে আবারও দিল্লি ক্যাপিটালকে তলানিতে ঠেলে দিয়ে নয়ে উঠে এল হায়দরাবাদ। জিইয়ে রাখল প্লে অফে ওঠার সম্ভাবনাও।