পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের ভালোর জন্য তিনি সেনাপ্রধান অসিম মুনিরের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। এ সময় জোর দিয়ে তিনি বলেন, ‘এস্টাবলিশমেন্টের (সেনাবাহিনী) সঙ্গে তার কোনো বিরোধ নেই।’
শুক্রবার লাহোরে জামান পার্কের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে ইমরান খান এই মন্তব্য করেন। এই আলাপে ইমরান খান বিস্তৃত বিষয় নিয়ে কথা বলেন। সেগুলো মধ্যে রাজনীতি, সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক, বিদায়ী সেনাবাহিনী প্রধান কামার জাভেদ বাজওয়া নিয়ে তার হতাশা, আদালতের শুনানির জন্য কেন ইসলামাবাদে যাচ্ছেন না উল্লেখযোগ্য।
ইমরান খান আরও বলেন, গত বছরের এপ্রিলে তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরও তিনি শুধুমাত্র দেশের ভালো জন্য জেনারেল বাজওয়ার সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু জেনারেল বাজওয়া তাকে ধ্বংস করতে চেয়েছে বলে অভিযোগ করেন ইমরান খান। তিনি বলেন, যদি কেউ মনে করেন আমি আমার হাঁটু গাড়ব, সেটা কখনো হবে না। ইমরান খান ‘রাশিয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়’ বাজওয়ার সমালোচনা করেন। ওই বক্তব্যের জন্য তার (বাজওয়া) কোর্ট মার্শাল হওয়া উচিত বলেও মনে করেন তিনি।
ইমরান খান বলেন, ‘আমি এখন সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে প্রস্তুত। এটা দেশের ভালোর জন্য। কিন্তু কেউ যদি আলোচনায় রাজি না হয়, তাহলে আমার কী করার আছে? বর্তমান সেনাপ্রধান তাকে শত্রু গণ্য করছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে যেকোনো দুর্নীতির বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন।’
পাকিস্তানে বর্তমান ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে। দেশটি আইএমএফের বেইল আউটের অপেক্ষা করছে। সূত্র: ডন