কানাডার আলবার্টার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী ২৯ মে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সরকারি দল কনজারভেটিভ পার্টি এবং প্রধান বিরোধী দল এনডিপির মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই দু’দলের প্রার্থীরা তাদের নিজ নিজ দলের প্রচারণা শুরু করেছে।
কনজারভেটিভ পার্টির প্রার্থী মিকি এমেরি’র প্রচারণায় বর্তমান সরকারি দলের প্রধান আলবার্টার প্রিমিয়ার দানিয়েল স্মিথ বলেন, তার সরকার পুনরায় নির্বাচিত হলে ৬০ হাজারের বেশি আয় উপার্জনকারী ব্যক্তিদের জন্য বছরে ৭৬০ ডলার আয়কর কমিয়ে দেবেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, অধিকাংশ আলবার্টা পরিবারের জন্য আয়কর সবচেয়ে বড় খরচ। এটা কমাতে তার সরকার বদ্ধপরিকর।
উন্নয়ন গবেষক মো. মাহমুদ হাসান বলেন, নিম্ন থেকে মধ্যম আয়ের উপার্জনকারীদের জন্য আয়কর রেয়াতের প্রতিশ্রুতিটি কল্যাণমুখী। দ্রব্যমূল্যের অব্যাহত চাপ, মর্টগেজের ব্যয় বৃদ্ধিতে জনজীবন যখন দিশেহারা, এমন সময়ে দৃশ্যমান প্রকৃত কল্যাণমুখী কর্মসূচি ছাড়া জনসমর্থন নিয়ে রক্ষণশীলদের সরকারে ফেরা অনিশ্চিত হয়ে পড়বে।