ভুটানকে ৩-০ গোলে হারাল রংপুরের মেয়েরা

0

ভারতের কোচবিহারের দেওয়ানগঞ্জ  ৮ দলের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের রবিবার ম্যাচ হয়েছে বাংলাদেশের একমাত্র দল রংপুরের সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব বনাম ভুটানের গোমটু ক্লাবের সাথে। 

ম্যাচে সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে জয়ী হয়। সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের সুলতানা ১১ মিনিটে প্রথম এবং ৩৪ মিনিটে দ্বিতীয় গোল করেন এবং বৃষ্টি আক্তার ৪৭ মিনিটে তৃতীয় গোল করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here