আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে চলতি মাসের শেষের দিকে দুই বা তিনটি মৃদু অথবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত মার্চ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর অনুসারে, ৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ ও ৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বলা হয়ে থাকে।
আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, চলতি মার্চ মাসে দেশে দুই বা তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং এক দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমারখালীতে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।