আয়ারল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে: বাশার

0

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রায় এক সপ্তাহ আগেই ইংল্যান্ড চলে গেছে তামিম ইকবালের দল। ভেন্যু চেমসফোর্ডের কন্ডিশনই বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে পারে বলে মনে করেন জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন।

শনিবার পূর্বাচলে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের হাবিবুল বলেন, ‘সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের একটা (প্রস্তুতি) ম্যাচ খেলার সুযোগ ছিল। ম্যাচটা খেলতে পারলে আমাদের জন্য খুব ভালো হতো। যদিও প্র্যাকটিস করার কিছুটা সুযোগ পাচ্ছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছি হাতে। তবে একটা ম্যাচ খেলতে পারলে খুব ভালো হতো। কারণ কন্ডিশন পুরোপুরি ভিন্ন। যদি জুলাই-আগস্ট মাসে খেলা হতো, আমাদের জন্য ভালো হতো। কারণ ওই সময় ইংল্যান্ডের উইকেট একদম শুষ্ক থাকে। যেটা আমাদের ফেভারে থাকত। আমরা সবসময় ওই সময় ইংল্যান্ডে ভালো খেলি। কিন্তু এই মে মাসের দিকে উইকেট একটু সফট থাকে, বৃষ্টি হয়। কন্ডিশনটা কিন্তু খুব চ্যালেঞ্জিং।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here