ঝিনাইদহে রিংকু বিশ্বাস নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত রিংকু নলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠননিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রুহুল বিশ্বাসের ছেলে।
শনিবার রাত ৭টার দিকে সদর উপজেলার বানিয়াবহু গ্রামের একটি মোড়ে হামলার এই ঘটনা ঘটে।
স্থানীয় গ্রামবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তরিত করে।
বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা পুলিশ ফাড়ির আইসি এসআই মজলেম তালুকদার জানান, এ বিষয়ে আইনগত পক্রিয়া চলমান রয়েছে।