রোশান-এশার বিবাহোত্তর সংবর্ধনা আজ

0

দীর্ঘ ৩ বছরের প্রেমের পাঠ চুকিয়ে ২০২০ সালের ১১ই জুন বিয়ে করেন ঢালিউডের এই সময়ের অন্যতম আলোচিত নায়ক জিয়াউল রোশান। পাত্রী তাহসিন এশা। কিন্তু সেই সময়ে বিভিন্ন গণমাধ্যমে রোশান শুধুই বলেছিলেন, ‘আমরা সম্পর্কে আছি, এটা সত্য।’ তবে এতোদিনেও দু’জনের বিয়ে নিয়ে অফিসিয়ালি কিছুই জানাননি তারা। এবার জানা গেল, কাছের বন্ধু ও দু’পক্ষের পরিবারবর্গকে নিয়ে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আজ সন্ধ্যায় বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করবেন এই দম্পতি।

তারই পরিপ্রেক্ষিতে দুপুরে রোশান তার অফিসিয়াল ফেসবুক একাউন্টে এশার সঙ্গে দু’টি ছবি পোস্ট করে লেখেন, ‘যদিও অধ্যায়টা শুরু হয়েছিল অনেক আগেই…।’ এই দু’টি ছবিতে রোশানকে দেখা যায় তার প্রিয়তমার হাত মেহেদীতে রাঙিয়ে দিতে। এ বিষয়ে জানতে চাইলে শনিবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে রোশান বলেন, ‘বিয়ে তো আগেই করেছি। এখন কাছের কিছু মানুষ ও দুই পরিবারের মানুষদের নিয়ে জাস্ট একটি গেট টুগেদার করছি। খুবই সিলেকটিভ কিছু মানুষ এই আয়োজনে থাকবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here