প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও জয়ে ফিরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে ক্লাবটি।
শেখ রাসেলের হয়ে গোল দুইটি করেছেন কেনেথ ইকেচুকু ও এমফন উদো । সানডে এমানুয়েল মোহামেডানের হয়ে ব্যবধান কমিয়েছেন।
খেলার প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট করেছে শেখ রাসেল। তাই এসময়ে কোনো গোলের দেখা পায়নি ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ডেডলক ভাঙে। এগিয়ে যায় শেখ রাসেল।
জামাল ভূঁইয়ার বদলি হিসেবে নামা নিহাত জামানের কাট ব্যাকে বক্সের ভেতর থেকে নিখুঁতভাবে নিশানা ভেদ করে কেনেথ ইকেচুকু। তবে সেই স্বস্তির স্থায়িত্ব ছিল মিনিট ১৫। ৬৭ মিনিটেই সানডের গোলে সমতায় ফেরে মোহামেডান। মিনিট দশেক পরই ৭৮ মিনিটে এমফনের গোলে জয় নিশ্চিত করে শেখ রাসেল।
চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন। এখন পর্যন্ত করেছেন দশ গোল।