মহাসমারোহে আসছে ভারতীয় সিনেমা আদিপুরুষের ট্রেইলার। রামায়ণের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। মাসখানেক পরই সিনেমাটি মুক্তি পেতে পারে। তাই দিন তিনেক পরই ট্রেইলারটি মুক্তি দেওয়া হবে।
ভারতসহ বিশ্বের ১৯টি দেশে ট্রেইলার মুক্তির অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
ভারত ছাড়াও, যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, ফিলিপাইন, মিয়ানমার, শ্রীলঙ্কা, জাপান, আফ্রিকা, যুক্তরাজ্য, রাশিয়া এবং মিশরে ট্রেইলার মুক্তি দেওয়া হবে।