ম্যাচ প্রস্তুতি ছাড়াই আইরিশদের বিপক্ষে খেলবে টাইগাররা

0

গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। এর আগে গত বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান যোগ দিয়েছেন শুক্রবার। টাইগার টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব দলের সঙ্গে যোগ দিয়েছেন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে। পারিবারিক কারণে একটু আগেই আইপিএল থেকে দেশে ফিরেন। এরপর আলাদা করে দলের সঙ্গে যোগ দেন।

৯ মে প্রথম ওয়ানডে সিরিজ শুরু। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নামার আগে নিজেদের ঝালাই করে নিতে কেমব্রিজে গতকাল আয়ারল্যান্ড ওলভসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তামিম বাহিনীর। কিন্তু দিনভর বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় হতে পারেনি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। গতকালের প্রস্তুতি ম্যাচে সাকিবের খেলার সম্ভাবনা ছিল না। তবে মুস্তাফিজ, লিটনরা খেলতেন। 

বাংলাদেশের স্কোয়াড : তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here