আরো গোলাবারুদ না পেলে বাখমুত থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন রাশিয়া সমর্থিত ওয়াগনার বাহিনীর প্রধান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আরো বিস্ফোরক চায় বাহিনীটি।
ওয়াগনার বাহিনীর এই ঘোষণা স্বাভাবিকভাবেই ইউক্রেনকে খুশি করেছিল। তবে ঘোষণা দিলেও এখনও বাখমুত দখল করেই আছে ওয়াগনাররা।
ইউক্রেনের সহকারী প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, ‘আমরা যুদ্ধক্ষেত্র থেকে ইউক্রেন সেনাদের প্রত্যাহার করে নেওয়ার কোনো লক্ষ্মণই দেখতে পাচ্ছি না।’
এক ভিডিও বার্তায় ওয়াগনার বস ইয়েভজেনি প্রিগোঝিন বলেছিলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের চাহিদামাফিক বিস্ফোরক সরবারহ করছে না। এরকম চলতে থাকলে ১০ মের মধ্যে তারা বাখমুত থেকে সেনা প্রত্যাহার করে নেবেন।
তবে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে উল্টো কথা। তাদের দাবি, বাখমুতে রুশ সেনাবাহিনীর কাছে গোলা বারুদের যথেষ্ট মজুদ আছে।
সূত্র: আল জাজিরা