বিশ্ব ক্রিকেটের ইতিহাসে গতিদানবদের তালিকা তৈরি করলে উপরের দিকেই থাকবে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লির নাম। ক্রিকেট ছাড়লেও তার জনপ্রিয়তা কমেনি। তিনি এখন সাবেক ক্রিকেটার হিসেবে ধারাভাষ্য করে থাকেন। পেশাদার ক্যারিয়ারে বেশ সফলই ছিলেন তিনি, তবে ব্যক্তিগত জীবনে হতাশ ছিলেন লি।
ক্রিক ফিট নামে একটি ওয়েবসাইট জানায়, ২০০৬ সালে ব্রেট লি বিয়ে করেন এলিজাবেথ কেম্পকে। তাদের এক পুত্র সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের পর মাত্র ২ বছরের মধ্যে ব্রেট লি ও এলিজাবেথ কেম্প বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ২০০৯ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
ব্রেট লি-র সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এলিজাবেথ সেই রাগবি প্লেয়ারকে বিয়ে করেন। এরপর ব্রেট লি ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে। সূত্র : এই সময়।