সিরাজগঞ্জে হেরোইনসহ নারী আটক

0

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ২৮৫ গ্রাম হেরোইনসহ মনি আক্তার (৩১) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার সন্ধ্যায় বগুড়া-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নারী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বাগমারা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যের ২৮৫ গ্রাম হেরোইনসহ মনি আক্তার নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামি দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here