ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০

0

ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত দুইজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে। সংঘর্ষে একটি ফিলিং স্টেশন ভাংচুরের ঘটনাও ঘটেছে।

সংঘর্ষে ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার তারাইল গ্রামের ‘হাজি ইরফান উদ্দিন ফিলিং স্টেশন’ ভাঙচুর করা হয়। ফিলিং স্টেশনের মালিক আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোতালেব মাতুব্বরের ছোট ভাই ও মোখলেছুর রহমান সুমন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারের বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here