বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবার সন্ন্যাস হবেন বলে জানিয়েছেন। জীবনের মতো শিক্ষা পেয়ে বদলেছেন নওয়াজ। তিনি জানান, নিজেকে পুরোপুরি বদলে ফেলবেন, কেউ চড় মারলেও চুপ থাকবেন। সম্প্রতি এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন অভিনেতা।
স্ত্রী আলিয়ার সঙ্গে অশান্তির পর থেকেই নওয়াজের ব্যক্তিগত জীবনে ঝড়। সেই ঝড়ের কবলে পড়ে মাঝে মধ্যেই নানারকম মন্তব্য করেছেন নওয়াজ। এই ঘটনার পর থেকেই বলিউডে কাজের সংখ্যাও কম হয়েছে নওয়াজের। সব মিলিয়ে নওয়াজের জীবন চলছে কঠিন সময়ের মধ্যে।
নওয়াজের সঙ্গে তাঁর স্ত্রী আলিয়ার সম্পর্কের তিক্ততা এখন সকলেই জেনে গেছে। সম্প্রতি আলিয়ার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নওয়াজউদ্দিনের মা মেহেরুন্নিসা সিদ্দিকি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি সম্পত্তির অধিকার নিয়ে আইনি বিবাদ চলছিল শাশুড়ি-বউমার। তাই নিয়েই চরমে পৌঁছায় ঝামেলা।
তারই মধ্যে আবার দ্বিতীয় সন্তানের ডিএনএ পরীক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ হন নওয়াজ ঘরনি আলিয়া। দাবি, ছোট ছেলেকে নিজের সন্তান বলে মানতে নারাজ অভিনেতা। এসবের মাঝেই বাড়ির পরিচারিকার একাধিক অভিযোগে বিদ্ধ নওয়াজ। সূত্র : সংবাদ প্রতিদিন।