বগুড়ায় জনশক্তি বিদেশ প্রেরণের কর্মকৌশল বিষয়ক কর্মশালা

0

আরও অধিক সংখ্যক জনশক্তি বিদেশ প্রেরণে কর্মকৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বগুড়া শহরের একটি হলরুমে টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি বগুড়া এ কর্মশালার আয়োজন করে। 

সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু মারুফ, কর্মসংস্থান ও জনশক্তি বগুড়ার সহকারী পরিচালক আতিকুর রহমান, জয়পুরহাটের সহকারী পরিচালক মোশারফ হোসেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বগুড়ার অধ্যক্ষ সুশান্ত কুমার রায়, টিএমএসএস পরামর্শক আয়শা বেগম, (আইসিটি) সেক্টর প্রধান নিগার সুলতানা, আয়োজিত প্রতিষ্ঠানের এমডি আব্দুর রউফ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here