দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া বা আলিয়া ভাটদের মতো হলিউডের দৌড়ে নেই তিনি। স্বামী, সংসার, মেয়েকে নিয়ে সুখী গৃহকোণ অভিনেত্রী আনুশকা শর্মার। বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর থেকেই ছবির বিষয়ে বেশ সাবধানী তিনি। বেছে বেছে কাজ করছেন। তার সময়ের অধিকাংশটাই দিচ্ছেন মেয়ে ভামিকাকে। তবে এর মাঝেই এল সুখবর। খবরটা দিলেন ভারতে উপস্থিত ফরাসি দূত। এবার ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে দেখা যাবে আনুশকা শর্মাকে। আগেরবার কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্য ছিলেন দীপিকা। কসমেটিক্স ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বহু বছর ধরে কান উৎসবে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর। আনুশকাকে দেখা যাবে কোন ভূমিকায়?
সম্প্রতি ফরাসি রাষ্ট্রদূত আনুশকা শর্মা ও বিরাট কোহলির সঙ্গে ছবি দিয়ে লেখেন, “দারুণ লাগল বিরাট কোহলি ও আনুশকা শর্মার সঙ্গে সাক্ষাৎ করে। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা তাদের আগামী টুর্নামেন্টের জন্য। আর আনুশকাকে শুভেচ্ছা তার কান চলচ্চিত্র উৎসবের জন্য।”