গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে আমেনা বেগমকে (৫৫) গত বছরের ৫ নভেম্বর হত্যা করে জমিতে ফেলে রাখা হয়। এ ঘটনায় প্রতিপক্ষ মো. শহীদ মিয়া ওরফে শরীফসহ কয়েকজনকে আসামি করে আমেনা বেগমের ছেলে পলাশবাড়ি থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন শরীফ।
গতকাল বৃহস্পতিবার র্যাব-১৩ পলাশবাড়ির বুজরুক বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি শরীফকে গ্রেফতার করে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, আসামিকে পলাশবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের বিষয়ে গোপন অনুসন্ধান চালানো হচ্ছে।