বরিশালের মহানগর দায়রা জজ ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
চিঠি অনুযায়ী, বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পিপি হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক নাজিমউদ্দিন আলম পান্না। শিশু আদালতের পিপি হয়েছেন জসিমউদ্দিন আহমেদ। এছাড়াও মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারেক আল ইমরান ও আব্দুর রহমান চোকদার।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল মহানগর দায়রা জজ ও শিশু আদালতে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তারা ওই পদে দায়িত্ব পালন করবেন।

