দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

0
দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত ২টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় ১ কোটি ৫০ লাখ ২৯ হাজার ৫২ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা ও কসমেটিক্স আইটেমসহ ট্রাক, ড্রাইভার এবং হেলপারকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here