ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রতি লন্ডনের মেয়র সাদিক খানের আহ্বান

0
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রতি লন্ডনের মেয়র সাদিক খানের আহ্বান

ফিলিস্তিনকে অবিলম্বে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। 

এই আহ্বানে গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর চাপ আরও বাড়ল।

বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাদিক খান গাজা পরিস্থিতিকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, গাজায় বর্তমানে ক্ষুধার্ত শিশুরা ধ্বংসস্তূপের মধ্যে খাবার খুঁজছে। এদিকে খাবারের সন্ধানে বের হওয়া মানুষদের নির্বিচারে গুলি করে হত্যা করছে ইসরায়েলি সেনারা।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়—যার মধ্যে আমাদের সরকারও রয়েছে, তারা ইসরায়েলি সরকারকে এই নৃশংস ও অযৌক্তিক হত্যাযজ্ঞ বন্ধ করতে এবং জরুরি মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার বিষয়ে আরও কঠোর চাপ দিতে ব্যর্থ হয়েছে। এমন ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ কোনওভাবেই যুক্তিযুক্ত করার সুযোগ নেই।

লন্ডনের মেয়র বলেন, যুক্তরাজ্যকে অবিলম্বে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে। যদি ফিলিস্তিন নামে কোনও রাষ্ট্রই না থাকে, তাহলে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের কোনও ভিত্তি নেই।

এমন এক সময়ে সাদিক খানের এই মন্তব্য এল যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্বে নিজ দল লেবার পার্টির ভেতর থেকেই চাপ বাড়ছে। দলটির একাধিক সিনিয়র মন্ত্রী ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে এবং বেসামরিক প্রাণহানি ঠেকাতে আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র: দ্য গার্ডিয়ান, আরব নিউজ, দ্য টেলিগ্রাফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here