ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো: বুলবুল

0
ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো: বুলবুল

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা ঘিরে কয়েকদিন ধরেই চলছিল নানা জটিলতা। বাংলাদেশে সভা অনুষ্ঠিত হবে বলে বিসিসিআই’সহ সভা বয়কটে যোগ দিয়েছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত ভার্চুয়ালি হলেও সভায় অংশ নিচ্ছে ভারত।

এসিসির ২৪ ও ২৫ জুলাইয়ের বার্ষিক সভাকে সামনে রেখে এখন ঢাকায় উপস্থিত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি। ভার্চুয়ালি সভায় যোগ দেবেন শ্রীলঙ্কা ও নেপালের কর্মকর্তারাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা এসিসির বার্ষিক সভার আয়োজন করেছি। আয়োজক হিসেবে আমাদের দায়িত্ব ছিল সবাইকে যুক্ত করা, সেটা আমরা পেরেছি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই সবাই অংশ নিচ্ছে। যারা ঢাকায় আসতে পারছে না, তারা ভার্চুয়ালি অংশ নিচ্ছে। আফগানিস্তান প্রতিনিধি ইতোমধ্যে এসে পৌঁছেছে, ভারত ও শ্রীলঙ্কা ভার্চুয়ালি যুক্ত হবে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়েও আশাবাদী বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময়ই ভালো ছিল, এখনও ভালো আছে। আমরা যে দ্বিপাক্ষিক সিরিজটি স্থগিত করেছি, সেটি পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই করেছি। দুই বোর্ড বসে সময় নির্ধারণ করেছি। গতকাল এবং আজ বিসিসিআইয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে। সম্পর্কটা যে ইতিবাচক, তা আমরা ধরে রাখছি।’

আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই সভায়। ছয় দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান সেখানে খেলতে রাজি নয়। ফলে টুর্নামেন্টের সময় ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here