শুটিংয়ের আগে ব্যক্তিগত পরিচ্ছন্নতা কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের অভিনয় জীবনের শুরুর দিককার একটি বিব্রতকর অভিজ্ঞতা শেয়ার করেছেন।
বিদ্যা বলেন, ‘‘এক ঘনিষ্ঠ দৃশ্যের আগে আমার সহ-অভিনেতা চাইনিজ খেয়ে সরাসরি শুটিং ফ্লোরে চলে আসেন। দাঁতও মাজেননি। আমি মনে মনে ভাবছিলাম, ‘তার কি কোনো প্রেমিকা নেই?’ তখন ইন্ডাস্ট্রিতে আমি একেবারে নতুন। তাই তাকে মিন্ট বা মুখশুদ্ধির কিছু দেওয়ার সাহস পাইনি। খুবই বিব্রত ও অস্বস্তিতে পড়েছিলাম।’’
বিদ্যা বালান মনে করেন, স্ক্রিপ্টের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্য করতেই হয়। তবে তেমন দৃশ্যের আগে অন্তত ন্যূনতম যত্নশীলতা থাকা উচিত। ‘‘সব অভিজ্ঞতা এমন ছিল না,’’—যোগ করেন অভিনেত্রী।
তিনি জানান, ‘পরিণীতা’ ছবির শুটিংয়ের সময় সহ-অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে পুরো ভিন্ন এক অভিজ্ঞতা হয়েছিল তার। বিদ্যার ভাষায়, ‘‘সঞ্জয় দত্ত নিজেই এসে বলেছিলেন, তিনি বেশ নার্ভাস। কীভাবে দৃশ্যটি করবেন, বুঝে উঠতে পারছেন না। আমি তো অবাক! এত বড় তারকা হয়েও এত বিনয়ী ব্যবহার!’’
বিদ্যার মতে, একজন সহশিল্পীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং শারীরিক দৃশ্যের ক্ষেত্রে বাড়তি যত্ন নেওয়াই পেশাদারিত্বের অংশ।

