সিরাজগঞ্জে তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

0
সিরাজগঞ্জে তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

হেরোইন রাখার দায়ে পৃথক দুটি মামলায় সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় প্রদান করেন। 

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামছুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মহিশালবাড়ি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে শাহাদত হোসেন ও একই এলাকার মৃত একরামুল হকের ছেলে ডাবলু এবং গোদাগাড়ি থানার আই আই এলাকার শ্রী গোবিন্দ সিং এর ছেলে শ্রী নিমাই সিং। মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২৫ মে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সলঙ্গা থানা পুলিশ মহাসড়কে টহল দিচ্ছিলো। এসময় রাজশাহী থেকে আসা একটি মোটরসাইকেল গতিরোধ করে তল্লাশী চালায় পুলিশ।

তল্লাশী চলাকালে মোটরসাইকেলের ভিতরে রাখা দুটি ব্যগের মধ্য থেকে ২০০ গ্রাম হেরোইন জব্দ ও মাদক ব্যবসায়ী শাহাদত হোসেন ও ডাবলু কে গ্রেপ্তার করে পুলিশ। অপর দিকে ২০২০ সালের ২৮ মে সলঙ্গা থানার ধোপাকান্দি ব্রীজ এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় র‌্যাব-১২ এর সদস্যরা। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রভেলস এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২১০ গ্রাম হোরোইন সহ শ্রী নিমাই সিংকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় র‌্যাববের ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার এ দুটি মামলায় তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here