ফরিদপুরের সদরপুর উপজেলায় ৩ হাজার পিস ইয়াবাসহ মহসিন মাতুব্বর (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বাবুরচর খালাসিডাঙ্গী এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মহসিন একই গ্রামের খালেক মাতুব্বরের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) সেরাজুল ইসলাম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে সদরপুর থানায় একটি মাদক মামলা করেন। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ উপ-পরিচালক।