বরিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

0
বরিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, দলের বিরুদ্ধে অপপ্রচার, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মিটফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক দল।

আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় নগরীর দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ। বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম।

বক্তারা বলেন, একটি চক্র বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যাচার করে যাচ্ছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিও দিন দিন অবনতির দিকে যাচ্ছে, যা সরকারের নিস্ক্রিয়তার ফল। বক্তারা এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here