সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারকের মৃত্যু

0
সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারকের মৃত্যু

সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ৭টার দিকে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ৭৯ বছর বয়সী আবদুল মোবারক দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দশম সংসদ নির্বাচন পরিচালনাকারী ইসির সদস্য আবদুল মোবারক ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

সোমবার দুপুরে চট্টগ্রামের এমইএস ওমরগনি কলেজ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে জন্মস্থান হাটহাজারীতে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here