সারের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে যোগ্যদের বিবেচনায় নেয়া হবে : কৃষি উপদেষ্টা

0

সারের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে যোগ্যদেরকে বিবেচনায় নেয়া হবে। এখন থেকে রাজনৈতিক বিবেচনায় কোনো ডিলারশিপ দেয়া হবে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, সারের লাইসেন্স নিয়ে যারা আগে ঝামেলা করেছে, তাদের বাদ দেয়া হচ্ছে। এখানে নতুন করে লাইসেন্স দেয়া হবে। সারের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে যোগ্যদেরকে বিবেচনায় নেয়া হবে।

এখন থেকে রাজনৈতিক বিবেচনায় কোন ডিলারশিপ দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, আমাদের কোনো রাজনৈতিক বিবেচনা নেই। তাই যারা ভালো লোক তাদেরকেই ডিলারশিপ দেয়ার চেষ্টা করা হবে। এজন্য শিগগিরই একটি নীতিমালা করা হবে। নীতিমালার আওতায় ডিলারশিপ দেয়া হবে।

সারের কোনো মজুতদার নেই উল্লেখ করে কৃষি উপদেষ্টা বলেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। আগামী নভেম্বর পর্যন্ত সারের কোনো ধরনের সংকট হবে না। বিশ্ববাজারে সারের দাম বাড়তি থাকায় বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। যাতে কম দামে কেনা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here